ভিক্ষুকের ব্যাগ চুরি, হা উমা উ করে কা ন্না
![](https://beanibazartimes.com/wp-content/uploads/2022/10/sufia-20221009195619.jpg)
ভিক্ষার ব্যাগ হারিয়ে হাউমাউ করে কাঁদছেন ৬৫ বছর বয়সী সুফিয়া বেগম। তিনি সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করেন। রোববার (৯ অক্টোবর) দুপুরে শহরের খুলনা রোড মোড় বঙ্গবন্ধুর ম্যুরালের পাশ থেকে চুরি হয়ে যায় তার ব্যাগটি। ব্যাগে চাল, ভাত ও একটি পেয়ারাসহ নগদ কিছু টাকা ছিল বলে জানান তিনি।
সুফিয়া বেগম সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার মৃত. আজিমুদ্দীন গাজীর মেয়ে। ১০ বছর হলো তার স্বামী মারা গেছে। স্বামীর মৃত্যুর পর থেকেই বাবার বাড়ি মধুমল্লারডাঙ্গী এলাকায় থাকেন তিনি।
সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকার হোটেল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, সুফিয়া সাতক্ষীরা শহরে অনেক বছর যাবৎ ভিক্ষা করেন। প্রায় প্রতিদিনই সুফিয়া বেগমের সঙ্গে দেখা হয়। রোববার তার ব্যাগ চুরি হওয়ার পর পাগলের মতো হাউমাউ করে কান্নাকাটি করতে দেখেছি সুফিয়াকে।
স্থানীয় ফল দোকানদার মোহাম্মদ হাবিবুল্লাহ্ বলেন, সুফিয়া বোতল কুড়ায় ও ভিক্ষা করে। খুব অসহায় মানুষ। তার ব্যাগটা চুরি হয়ে গেছে। ব্যাগটি চুরি হওয়ায় খুব অসহায় হয়ে পড়েছে সে।
কাঁদতে কাঁদতে সুফিয়া বেগম জানান, দুপুরের দিকে তিনি ব্যাগটা রেখে পাশে গিয়েছিলেন, এসে দেখেন নেই। এখন আমি কী করবো, বাড়িতে মেয়েদের কী খাওয়াবো, কী দিয়ে ওষুধপত্র কিনবো বলে আহাজারি করতে থাকেন তিনি।
সুফিয়া বেগম বলেন, ব্যাগে ভাত, চাল, একটা পেয়ারা ও কিছু টাকা ছিল।
সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল জানান, ভিক্ষুক সুফিয়ার ভিক্ষার ব্যাগটি চুরি হওয়ার বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। বিষয়টি খুবই স্পর্শকাতর। লোক মারফাতে জানতে পেরেছি সুফিয়া বেগম তার স্বামীর মৃত্যুর পর থেকে অসহায় হয়ে ভিক্ষাবৃত্তি পেশায় আসেন। তার প্রতিদিনের যে ভিক্ষার টাকা সেটা দিয়ে বাড়িতে থাকা দুইটি মেয়ের প্রয়োজনীয় খাদ্য খাবার কিনে দেন তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির ঢাকা পোস্ট কে জানান, বিষয়টি মাত্র জানতে পারলাম। তদন্ত করে দেখা হবে। ভিক্ষুকের টাকা কোথায় গেল এটি খতিয়ে দেখা হবে।