৫০ বছর ধরে করছেন চুরি, রয়েছে ৪ স্ত্রী ও ১১ সন্তান
টানা ৫০ বছরের পেশা চুরি। এ কাজে প্রথমে সহযোগীদের নিয়ে দারোয়ান-সিসিক্যামেরা বিহীন বাড়ি টার্গেট করে এ চক্রের সদস্যরা। তারপর দরজা-জানালা ভেঙ্গে স্বর্ণ-ডলার-নগদটাকা চুরি করে তারা। ডিবির হাতে ধরা পড়ার পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে চোরের সর্দার আব্দুল জাব্বার।
বেশভূষা ও চলনে বলনে নিজেদেরকে সবার সামনে হাজির করেন ভালো মানুষ হিসেবেই । সেকারণেই অপরিচিত ভবনে উঠলেও প্রাথমকিভাবে কেউ তাদের সন্দেহ করে না। এই কৌশলকে কাজে লাগিয়ে কমপক্ষে ৫০ বছর ধরে রাজধানী ও আশপাশে আরামসে চুরি করে আসছিলো জাব্বার ও তার সহযোগীরা।
শনিবার গাজিপুর ও তাতিবাজর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। সঙ্গে চোরাই মাল ক্রেতাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় চোরাইকৃত স্বর্ণ, রুপা, নগদ ১৭ লাখ টাকা এবং চুরি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। চোরচক্রের প্রধান আব্দুল জাববার জানান, স্বাধীনতার আগে থেকেই চুরি বিদ্যায় হাতে খড়ি হয়েছিলো তার। প্রথমে বেড়ে ওঠা কারওয়ানবাজারে শাকসবজি চুরির মধ্য দিয়ে । তারপরও সিদ্ধহস্ত হয় স্বর্ণালংকার চুরিতে।
গোয়েন্দারা জানান, ১১ সন্তানের জনক চোর চক্রের প্রধান জাব্বার বিয়ে করেছেন চারটি। গাজিপুর, নারায়ণগঞ্জ, নরসিংদি ও আরো কয়েকটি জেলায় রয়েছে তার জায়গা-জমি। মূলত তাতিবাজারেই চোরাই মাল বিক্রি করতো এ চক্রের সদস্যরা। সেসব ক্রেতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।