সুনামগঞ্জ

ছাতকে পুলিশ এস*ল্ট মামলায় গ্রে*ফ*তা*র ১

নিউজ ডেস্ক- ছাতকের জাউয়াবাজারে মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় শাহজাহান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে জাউয়া কোনা পাড়ার আসক উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, জাউয়া বাজারে দু’টি পাড়ার লোকজনের মধ্যে দু’ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছাতক থানার অফিসার ইন চার্জ মাহবুর রহমানসহ সাত পুলিশ ও শতাধিক লোক আহত হয়।

পুলিশ শর্ট গানের গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংষর্ষ চলাকালীন বেশকটি দোকানপাট ভাংচুর হয়। এ ঘটনায় ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত প্রায় দেড় হাজার লোককে আসামী করে থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মামলার আইও, ছাতক থানার সেকেন্ড অফিসার আতিকুল আলম খন্দকার জানান, অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, গ্রেফতার আতংকে অনেকেই ঘর ছাড়া। ছাতক থানার অফিসার অফিসার ইনচার্জ মাহবুর রহমান জানান, নিরপরাধীদের ভয়ের কোন কারণ নেই।

Back to top button