আন্তর্জাতিক

বরখাস্ত হলেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গুরুতর অপরাধের অভিযোগে বাণিজ্যমন্ত্রী কনর বার্নসকে বরখাস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, গুরুতর অপরাধের অভিযোগের পর, প্রধানমন্ত্রী কনর বার্নসকে তাৎক্ষণিক সরকারের দায়িত্ব ছাড়তে বলেছেন।

তিনি আরও বলেছেন, এই অভিযোগের পর প্রধানমন্ত্রী সরাসরি পদক্ষেপ নিয়েছেন এবং পরিস্কার করেছেন সব মন্ত্রীকে উচ্চতর আচরণ বজায় রাখতে হবে- ঠিক যেভাবে জনগণ চায়।

বার্নসকে তার দল কনজারভেটিভ পার্টির হুইপের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে কোনো এক জায়গায় ‘অশোভন আচরণ’ করেন তিনি। এখন তার বিরুদ্ধে তদন্ত করা হবে।

কনর বার্নস ২০১০ সাল থেকে বোর্নারমাউথের এমপির পদে আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বর্তমান প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অধীনে মন্ত্রিত্ব পেয়েছেন।

এদিকে বার্নস সাবেক প্রধানমন্ত্রীর বরিস জনসনের অত্যন্ত কাছের লোক ছিলেন। বরিস জনসনের বিভিন্ন স্ক্যান্ডাল ঢাকতে এবং সেগুলো থেকে তাকে রক্ষা করতে প্রত্যক্ষভাবে কাজ করেছেন।

সূত্র: বিবিসি, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান

Back to top button