হবিগঞ্জ
হবিগঞ্জে ‘মোবাইল ক্লিনিক’ থেকে বিপুল পরিমান চোরাই স্মার্টফোন জব্দ

টাইমস ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে জাহাঙ্গীর খান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই যুবকের কাছ থেকে ২৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১২টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এমএম মুরাদ আলি এ তথ্য জানান।
জাহাঙ্গীর মাধবপুর পৌরসভার ঘুমুটিয়া এলাকার লাল মিয়া খানের ছেলে।
এসপি জানান, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার বিকেলে মাধবপুর বাজারে সায়হাম কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের ‘মোবাইল ক্লিনিক’ নামে দোকান থেকে বিভিন্ন মডেলের ২৩টি চুরির স্মার্টফোন জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।