বুবলীর সঙ্গে সংসার এগিয়ে নেওয়ার বিষয়ে যা বললেন শাকিব
গেল কয়েক দিন ধরে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে সরগরম দেশের সিনেপাড়া। এই জুটির বিয়ে, সন্তান, সংসারকে ঘিরে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। গুঞ্জন শোনা যাচ্ছে, সন্তান জন্মের পর বুবলীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন শাকিব! এখন আর তারা একসঙ্গে নেই।
তবে এ বিষয়ে তারা দুজনের একজনও মুখ খুলেননি। বরং এক ফেসবুক স্ট্যাটাসে নিজের পরিবারের জন্য দোয়া চেয়েছিলেন বুবলী। এই সকল গুঞ্জনের মাঝেই শাকিবের প্রতি প্রশ্ন ছিল— বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন, তাই না? জবাবে শাকিব বললেন, ‘দেখুন— বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।’
জয় ও বীরকে মানুষ রূপে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য বলে জানালেন শাকিব। তিনি বলেন, ‘জয় আর বীর দুজনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই সন্তানকেই সমান টেককেয়ার করে যাব, ইনশাআল্লাহ। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।’
প্রসঙ্গত ‘বুবলী-বীর’ ইস্যু পেরিয়ে দ্রুত সময়ের শোবিজে ঘুরে দাঁড়াতে সচেষ্ট শাকিব খান। এরই মধ্যে বেশ কটি নতুন সিনেমার খবর নিয়ে হাজির তিনি। সময়ের সবচেয়ে সফল নির্মাতা রায়হান রাফির আগামী সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড কিং। সিনেমার নাম ও শাকিবের বিপরীতের নায়িকা কে— এ দুটি বিষয় রহস্য রেখেছেন