চরম ব্যাটিং ব্যার্থতায় হেরেছে বাংলাদেশ
সেই চির চেনা পরিবেশ। হারের বৃত্তেই আটকে থাকল বাংলাদেশ। পারেনি হারের জাল ছিন্ন করে জয় উপহার দিতে। হেরেছে ২১ রানে। তবে এই হারে আছে সান্ত্বনার প্রলেপ। পাকিস্তানের কাছে হারলেও সহজে ছেড়ে কথা বলেনি।
জয়ের আবহ তৈরি করতে না পারলেও লড়াই করেছে। পাকিস্তানের ৫ উইকেটে করা ১৬৭ রানের পেছনে ছুটে বাংলাদেশ যেতে পেরেছে ৮ উইকেটে ১৪৬ রানে।
তিন জাতির টি-টোয়েন্টি আসরে এটি ছিল প্রথম ম্যাচ। স্বাগতিক নিউজিল্যান্ড মাঠে নামবে আগামীকাল ৮ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের পরের ম্যাচ ৯ অক্টোবর রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে। ডাবল লিগ পদ্ধতিরে আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল ১৪ অক্টোবর খেলবে ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৫ (মোহাম্মদ রিজওয়ান ৭৮*, শান মাসুদ ৩১, বাবর আজম ২২, ইফতিখার আহমেদ ১৩; তাসকিন আহমেদ ২/২৫, নাসুম আহমেদ ১/২২, মেহেদী হাসান মিরাজ ১/১২, হাসান মাহমুদ ১/৪২)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (ইয়াসির আলী ৪২*, লিটন দাস ৩৫, আফিফ হোসেন ২৫, সাব্বির রহমান ১৪, মেহেদী হাসান মিরাজ ১০; মোহাম্মদ ওয়াসিম ৩/২৪, মোহাম্মদ নওয়াজ ২/২৫)।