বাংলাদেশকে হারানো পাকিস্থানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের কাছে হারা থাইল্যান্ড
নিজেদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এক জয় পেয়েছে থাইল্যান্ড। সিলেটের মাঠে শক্তিশালী পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে তাঁরা। শেষ ওভারে ১০ রানের সমীকরণ মিলিয়ে উল্লাসে মাতেন থাই মেয়েরা।
চলমান নারী এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ এ হয় ম্যাচটি। ওপেনার সিদরা আমিনের অর্ধশতকে ভর করে ৫ উইকেটে ১১৬ রান করে পাকিস্তানের মেয়েরা। পাকিস্তানি ওপেনারের দুর্দান্ত জবাব দেন থাই ওপেনার নাথাকান চান্থাম। তাঁর ৬১ রানের দারুণ ইনিংসে ভর করে ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করে থাইল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়!
টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান রান তুলে মন্থর গতিতে। দুই ওপেনার ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনার সিদরা আমিন ছয়টি চারে ৫৬ রান করতে বল খেলেন ৬৪টি। আরেক ওপেনার মুনিবা আলী ১৪ বলে ১৫ রান করে বিদায় নেন; যা দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস!
পাকিস্তানের মিডল অর্ডার মুখ থুবড়ে পড়ায় বেশিদূর আগাতে পারেনি তাঁরা। দুটি রান আউটও ভোগায় তাঁদের। ৫ উইকেটে ১১৬ রানে থামতে হয় পাকিস্তানকে।
থাইল্যান্ডের সব বোলারই ছিলেন আঁটোসাঁটো। সর্ণারিন টিপছ ৪ ওভারে ২০ রানে দুটি এবং থিপাছা পুত্তাওং ৪ ওভারে ২১ রানে একটি উইকেট নেন।
জবাব দিতে নেমে থাই মেয়েদের শুরুটা হয় দারুণ। ওপেনিং জুটিতেই আসে ৪০ রান। অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও একপ্রান্তে অবিচল ছিলেন ওপেনার নাথাকান চান্থাম। তবে জয় থেকে সামান্য দূরে থাকতে, ১৯তম ওভারে বিদায় নেন তিনিও। ৫১ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ৬১ রানে ঝলমলে ইনিংস আসে চান্থামের ব্যাট থেকে। তাঁর বিদায়ে চাপে পড়া থাইদের সামনে শেষ ওভারে জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল। তীরে এসে তরী ডুবতে দেননি রোজনান কানো। তার ৫ বলে ৯ রানের ক্যামিওতে জয়োল্লাসে মাতে থাইল্যান্ড।
পাকিস্তানের তুবা হাসান ৪ ওভারে ১৮ রানে দুটি, নিদা দার ৪ ওভারে ২৬ রানে দুটি ও নাশরা সান্ধু ৪ ওভারে ১৭ রানে একটি উইকেট দখল করেন।
দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা হন নাথাকান চান্থাম।