‘পুরাই শাকিব খান’
অবশেষে নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা বুবলী। পাশাপাশি সন্তানের বাবার পরিচয়ও জানিয়েছেন তিনি। গত শুক্রবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।’
এদিকে প্রকাশ্যে এসেই তারকাবনে গেছেন বীর। সন্তানের ছবি ও তার পিতৃপরিচয় প্রকাশ করার দিনেই ছেলের (শেহজাদ খান বীর) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ চালু করলেন আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আর তারপর থেকেই তার পেজে হু হু করে বাড়ছে লাইক-ফলোয়ার।
এদিকে মা বুবলীর ফেসবুকেও ভাসছে তারই ছবি। সম্প্রতি শুটিংর বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব বুবলী। নিজের সব কিছুই ভক্তদের জানিয়ে দিচ্ছেন। বিশেষ করে বীরের নিত্যনতুন ছবি পোস্ট দিচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার ৪ অক্টোবর নতুন তিনটি ছবি পোস্ট করে বুবলি ক্যাপশনে লেখেন, ‘আমার অ্যাঞ্জেল, আমার নিশ্বাস।’
এদিকে বীর সামনে আসার পর থেকেই শুভ কামনা ভাসাচ্ছেন অনেকেই। শাকিব ভক্তরা ছবির নীচে মন্তব্য করছেন, ‘যেনো পুরাই শাকিব খান।’