জালিয়াতি করে শহিদ মিনারে কনসার্টের চেষ্টা: মুচলেকা দিয়ে মুক্তি

নিউজ ডেস্ক- সিলেট সিটি কর্পোরেশনের অনুমতিপত্র জালিয়াতি করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাণিজ্যিক কনসার্ট আয়োজনের ঘটনার নিস্পত্তি হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সিসিক’র প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের কাছে ইভেন্টের সিলেটের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তিনি মিজানুর রহমানের কাছ থেকে মুচলেকা নিয়ে জব্দকৃত মালামাল ও গাড়ি ছেড়ে দেন। এসময় ইভেন্টের ঢাকাস্থ মুল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান। তিনি বলেন, ইভেন্টের কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেটের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তার কাছ থেকে মুচলেকা নিয়ে জব্দকৃত মালামাল ও গাড়ি ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে, সোমবার (৩ অক্টোবর) সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ঢাকার একটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বেসরকারি মোবাইল ফোন কোম্পানি ‘রবি’র বাণিজ্যিক কনসার্টের প্রস্তুতি নিলে সংস্কৃতিকর্মীরা এসে বাঁধা দেন। পরে তারা বিষয়টি সিসিককে অবহিত করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে সিসিক কর্তৃপক্ষ এসে তা পন্ড করে দেন এবং সকল মালপত্র জব্দ করেন।
এরপর, মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সিসিক’র প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের কাছে এসে ইভেন্টের সিলেটের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তিনি মিজানুর রহমানের কাছ থেকে মুসলেকা নিয়ে জব্দকৃত মালামাল ও গাড়ি ছেড়ে দেন।