সিলেট

সিলেটের ছাত্রদলের সেক্রেটারি ঢাকায় হোটেল ভাড়া না দিয়ে পালিয়ে এলেন!

রাজধানীর একটি হোটেলে ৩ মাস অবস্থান করে হোটেলের ভাড়া না চুকিয়ে পালিয়ে আসার অভিযোগ উঠেছে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের বিরুদ্ধে। হোটেল রুমের ভাড়া বাবদ প্রায় দুই লাখ টাকা বকেয়া রেখেই চলে আসেন তিনি। এ ঘটনায় চলতি বছরের ২ মে ঢাকার শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৬৬) করেছেন ওই হোটেলের জেনারেল ম্যানেজার শাহনুর ভূঁইয়া। জিডি’র পর কেটে গেছে ৫ মাস, কিন্তু এখনো পাওনা টাকা বুঝে পায়নি হোটেল আশরাফী কর্তৃপক্ষ।

জিডিসূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ জানুয়ারি রাজধানী ঢাকার রাজারবাগ এলাকার হোটেল আশরাফী’র ৩১২ ও ৩১৩ নম্বর রুমে উঠেন সিলেট নগরীর লামাবাজার এলাকার ছায়াতরু-৫২ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসান এবং একই এলাকার ৩৪/সি বাসার মৃত মাহমুদের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু। মাঝেমধ্যে হোটেলের বিল বাবদ কিছু টাকাও দিতেন আহসান। ৩ মাস তারা হোটেলের ওই রুম দুটিতে অবস্থান করেন। ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১টায় রুমে তাদের ব্যবহার্য কিছু মালামাল রেখে হোটেলের রিসিপশনে চাবি দিয়ে ব্যাংকে যাওয়ার কথা বলে বেরিয়ে আসেন আহসান ও টিপু। এরপর আর ফিরে আসেননি। এরপর আহসান ও টিপুর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ, কিন্তু কোনো সাড়া মেলেনি। ৩ দিন অপেক্ষার পর ২ মে শাহজাহানপুর থানায় জিডি করেন হোটেল আশরাফীর জেনারেল ম্যানেজার শাহনুর ভূঁইয়া।

হোটেল আশরাফীর এজিএম আজাদ জানান, ফজলে রাব্বী আহসান এবং আব্দুস সালাম টিপু ৩ মাস আমাদের হোটেলে অবস্থান করেন। এ সময় তাদের কাছে বকেয়া হয় প্রায় দুই লাখ টাকা। কিন্তু হঠাৎ একদিন কিছু না বলেই তারা চলে যান। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাদের জিএম স্যার থানায় জিডি করেন। এরপর ৫-৬ মাস কেটে গেছে। আমাদের তরফ থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। মেয়র আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সিলেটের বড় বড় বিএনপি নেতা এবং সাংবাদিকদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এরপর ফজলে রাব্বী আহসান নিজেই ফোন দিয়ে বলেন, ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, আমাদের মানসম্মান নষ্ট হয়ে গেছে, ১০ অক্টোবরের মধ্যে সব টাকা পরিশোধ করে দেব।

আজাদ আরো বলেন, উনি (আহসান) আমাদের হোটেলে অনেকদিন ধরেই আসা-যাওয়া করেন। কিন্তু শেষ পর্যন্ত যে এমনটা করবেন তা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা ১০ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরমধ্যে যদি টাকা পরিশোধ না করেন তাহলে আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে এটা একটা ভূল বুঝাবুঝি হয়েছিলো, এটা অনেক আগেই সমাধান হয়ে গেছে। আর বিষয়টি আমাদের সাথে না, অন্যদের সাথে। ১ লাখ ৮ হাজার টাকার মতো পাওনা ছিলো। জিডির বিষয়টি আমি ১৫-২০ দিন আগেই জানতে পেরেছি। আমরা দায়িত্ব নিয়ে এটা শেষ করে দিয়েছি। আপনি একটু ভালো করে খোঁজ নিন, এটা শেষ হয়ে গেছে।

আহসানের এমন বক্তব্যের প্রেক্ষিতে সোমবার রাত ১০টায় যোগাযোগ করা হয় হোটেল আশরাফীর জেনারেল ম্যানেজার শাহনুর ভূঁইয়ার সাথে। তিনি বলেন, ফজলে রাব্বী আহসান ডাহা মিথ্যা কথা বলছেন। আমাদের হোটেলে তিনি এবং আব্দুস সালাম টিপু নামের দুই ব্যক্তি উঠেছিলেন। রুম বুকিংয়ের সময় হোটেলের রিসিপশনে দেওয়া তাদের ভোটার আইডি কার্ডের নম্বরও আমরা জিডিতে উল্লেখ করে দিয়েছি। আহসান ও টিপুর কাছে প্রায় দুই লাখ টাকার মতো পাওনা রয়েছে হোটেলের। আমরা তো চাকরি করি। আমাদের বেতন থেকে ওই টাকা কর্তন করা হয়েছে। সিলেটের এতবড় একজন ছাত্রনেতা হয়ে তিনি কিভাবে কাজটা করলেন বুঝতে পারছি না। এ মাসের ১০-১২ তারিখের মধ্যে তিনি টাকা পরিশোধ করবেন বলেছেন। না করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

সূত্র-একাত্তরের কথা

Back to top button