সারাদেশ

হাতকড়া নিয়ে পালিয়ে গেলো আসামি, অতঃপর…

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের নগরকান্দায় হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালানোর ৮ ঘণ্টা পর আসামিকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ।

জানা যায়, উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামের রুস্তম শেখের ছেলে তেরাপ শেখ (৩২) কে গাঁজাসহ গ্রেপ্তার করে নগরকান্দা থানা পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর কারাগারে পাঠানোর সময় তালমা সদরবেরা গ্রামের নূর জামাল জুট মিলস নামক স্থান থেকে সিএনজি চালিত আটো গাড়ি থেকে লাফিয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামি তেরাপ শেখ পালিয়ে যায়।

এমন চাঞ্চল্যকর ঘটনা মুহূর্তে ছড়িয়ে পরে এবং পুলিশের ব্যাপক তৎপরতায় মাত্র ৮ ঘণ্টার মধ্যেই পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নগরকান্দা থানা পুলিশ।

এদিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, পালাতক ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালানোর কারণে আরও একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Back to top button