‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু, ‘পর্দা করার’ অজুহাতে কথা বলেননি চিকিৎসক

নিউজ ডেস্ক- হবিগঞ্জে প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকগুলোর চিকিৎসা নিয়ে অভিযোগের অন্ত নেই। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, বিভিন্ন টেস্ট দিয়ে বাড়তি টাকা আদায় ও ভুল রিপোর্ট দেয়ার মতো অভিযোগও ওঠেছে।
হবিগঞ্জের অধিকাংশ বেসরকারি হাসপাতালেরই অনুমোদন নেই। শুধু স্বাস্থ্য বিভাগে একটি আবেদন দিয়েই চলছে তাদের কার্যক্রম। মাঝে মধ্যে নাম মাত্র অভিযান হলেও কার্যত ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর।
তবে, হবিগঞ্জের সিভিল সার্জন বলছেন, যারা চিকিৎসা সেবায় অবহেলা বা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
রোববারই (১ অক্টোবর) হবিগঞ্জের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগ ওঠে।
জানা যায়, রোববার রাত ৩টার দিকে স্ত্রী ফেরদৌস বেগম (৩১) প্রসব ব্যাথা নিয়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আসেন হাবিবুর রহমান হাবিব নামের এক ব্যাক্তি। এ সময় হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক জরুরীভাবে সিজারের পরামর্শ দেন। তারা তাকে নিয়ে হবিগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকার দি জাপান বাংলাদেশ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর সিজারের জন্য ২৪ হাজার টাকা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। দরকষাকষির পর ১৬ হাজার টাকায় প্রসুতির সিজারের ব্যবস্থা করা হয়। তবে ওষুধ রোগীর স্বজনের আলাদা কিনতে হবে।
প্রসূতির স্বামী বানিয়াচং ৩নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, ‘পর্দা করা’র অজুহাতে প্রসূতির স্বামীর সাথে কথা বলেননি হাসপাতালের চিকিৎসক উম্মে কাসমিয়া জাহান। এমনকি সিজারের সময় পেটের ভেতরে থাকা নবজাতকের মাথাও কেটে দিয়েছেন চিকিৎসক।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ২দিন আগেই গর্ভের শিশুটি মারা যায়। তাই মৃত শিশু সিজার করতে গিয়ে চামড়া ফেটে গেছে।
হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সিজারের আগে আল্ট্রাসনোগ্রাম করার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা করেনি। এমনকি আমার স্ত্রীর বিষয়ে সিজার করা ডাক্তার উম্মে কাসমিয়া জাহানের সাথে কথা বলতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ‘তিনি পর্দা করেন’, তাই কোন পুরুষের সাথে কথা বলেন না। এর আধা ঘন্টা পর এসে একজন নার্স আমাকে আমার স্ত্রীর কাছে নিয়ে যান এবং আমার মৃত সন্তানকে দেখান। সন্তানের মাথা কিছুটা কাটাও ছিল।’
তিনি বলেন, ‘আমার স্ত্রীর অবস্থা কেমন বা তারা এখানে চিকিৎসা করতে পারবেন কি না সে বিষয়ে আমাদেরকে কিছুই বলেননি। উল্টো কয়েকবার একটি সাদা কাগজে আমার স্বাক্ষর নিতে চেয়েছে। আমার সন্তানতো গেলই, সেই সাথে আমার সুস্থ-সবল স্ত্রীকে কাটা-ছিঁড়া করেছে। আমার সন্ধেহ আছে ডা. উম্মে কাসমিয়া জাহান সিজার করছেন নাকি নার্সরা করেছে। এ ব্যাপারে উম্মে কাসমিয়া জাহানের সাথে কথাও বলতে দিচ্ছে না। ’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত চিকিৎসক উম্মে কাসমিয়া জাহানের ভিজিটিং কার্ডে থাকা নম্বরে (+৮৮ ০১৬৭০৭…) কল দিলে তার স্বামী ডা. রেজাউল করিম রিসিভ করেন। এ সময় তিনি জানান, ডা. উম্মে কাসমিয়া জাহান পর্দা করেন। তাই তিনি কোন পুরুষের সাথে কথা বলবেন না।’
রোগীর স্বজনদের আপডেট দেন কিভাবে জানতে চাইলে, ডা. রেজাউল করিম বলেন, ‘তাহলে নার্স অথবা কোন নারীর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।’
দি জাপান বাংলাদেশ হাসপাতালের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘রোগীকে নিয়ে আসার অন্তত দুইদিন আগেই শিশুটি মারা গিয়েছিল। আমাদের এখানে কোন ভূল চিকিৎসা হয়নি। শিশুটি দুইদিন আগে মারা যাওয়ায় তার শরীর অনেক নরম হয়ে গেছিল। যে কারণে সিজারের সময় মাথায় একটু ফেটে যায়।’
জেলা সিলিভ সার্জন ডা. মো. নূরুল হক বলেন, ‘আমরা কোন অভিযোগ পাইনি। যদি এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাই, তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
হবিগঞ্জে হাবিববের মতো এমন ভোক্তভোগী অহরহ। অনেক সময় গণমাধ্যমে খবর প্রচার হলে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। তবে এরপরেই আবার স্ব স্ব অবস্থানে চলে যান তারা।
স্বজনদের অভিযোগ সদর হাসপাতালে কোন রোগী নিয়ে আসলেই ক্ষেপ ধরে থাকেন দালালরা। কোন টেস্ট দিলেই নিজেদের হাসপাতালে পরিক্ষা করানোর জন্য মরিয়া হয়ে উঠেন তারা।
গত ২৯ সেপ্টেম্বর হবিগঞ্জে ইদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্ঠা করেন এক গৃহবধূ। মূমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে কিছু পরীক্ষা করতে বলেন। তবে হাসপাতালের বাইরে থাকা এক দালালদের একজন ওই রোগীর স্বজনদের শায়েস্তানগরের অক্সিজেন ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে যান। সেখানে ব্যবস্থাপত্রে লেখা পরীক্ষার বদলে অন্য পরীক্ষা করানো হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর বানিয়াচংয়ের সফাত উল্লার স্ত্রী আজিমা বেগমের রক্ত শূণ্যতা দেখা দেয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজিমার শরিরে রক্ত দেয়ার জন্য তার রক্তের গ্রুপ নির্নয় করেন ‘ডিজিল্যাব মেডিকেল সেন্টার বানিয়াচং’য়ে। রিপোর্টে তার রক্তের গ্রুপ আসে এবি পজেটিভ। পরে তিনি রক্ত নেয়ার জন্য ‘বানিয়াচং মেডিকেল সেন্টার’ যান। ‘বানিয়াচং মেডিকেল সেন্টার’ ক্রসমিসিং করলে তাদের রিপোর্টে আসে এ পজিটিভ।
এমন রিপোর্ট দেখে হতভম্ব হন রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ। কার রিপোর্টে ভুল সেটা বুঝার জন্য আবার ‘বানিয়াচং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে’ পূনরায় সেম্পল দেন আমিজা বেগম। পপুলারের রিপোর্টেও আসে ‘এ পজিটিভ’।
তখন আজিমার স্বজন আবার ‘ডিজিল্যাব মেডিকেল সেন্টার বানিয়াচং’য়ে যান একই টেস্ট করতে। তাদের রিপোর্টেও আবার আসে এ পজিটিভ। এসময় আজিমার স্বজনদের কাছে ক্ষমা চায় ডিজিল্যাব কর্তৃপক্ষ।
‘ডিজিল্যাব মেডিকেল সেন্টার বানিয়াচং’য়ের পরিচালক আবিদুর রহমান আবিদ বলেন, এটি কম্পিউটার টাইপিং ভূলের কারণে হয়েছে। আমাদের এখানেও পরে তার রিপোর্ট এ পজিটিভ এসেছে।’
এধরণের গুরুত্র অপরাধ ধরা পরলেও পার পেয়ে যায় অভিযুক্তরা। এদিকে, হয়রানির ভয়ে কোন অভিযোগ করেন না অধিকাংশ ভুক্তভোগি।
এ ব্যাপানরে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক বলেন, ‘হবিগঞ্জে এখন কোন অবৈধ হাসপাতাল-ক্লিনিক নেই। সবগুলোই অনুমোদনের জন্য স্বাস্থ্য বিভাগ আবেদন দেয়া আছে। অনেকগুলো পেইন্ডিংয়ে, অনেকগুলো পেয়েছে। আর যারা আবেদন দিয়ে রেখেছেন তারা কাগজ পাওয়ার আগ পর্যন্ত হাসপাতাল পরিচালনা করতে পারবেন।’