হবিগঞ্জ

চুনারুঘাটে বালু তোলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড

নিউজ ডেস্ক- হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধভাবে বালু তোলার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. ইদ্রিছ আলীকে (২৪) বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামের ছিদ্দিক আলীর পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার নেতৃত্বে অভিযান পরিচালনা করে চুনারুঘাট সদর উপজেলার হাসারগাঁও গ্রামে খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় মো. ইদ্রিছ আলীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চুনারুঘাট থানার এসআই সদরুল আমীনসহ একদল পুলিশ এ অভিযানে সহায়তা করে।

অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে৷

Back to top button