ইউনিভার্সেল বক্সিং চ্যাম্পিয়ানশিপে বিজয়ী বানিয়াচংয়ের শেলী

টাইমস ডেস্কঃ ইউনিভার্সেল বক্সিং চ্যাম্পিয়ানশিপ ২০২২ দা সাউথ এশিয়ান নকআউট চ্যালেঞ্জ পর্বে বিজয়ী হয়েছে বানিয়াচংয়ের মেয়ে তানজিমা সুলতানা শেলী।
শুক্রবার (৩০সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়া বক্সিং প্রতিযোগীতায় রংপুরের শারমীন আক্তার রুমকি কে (৪৮কেজি ওজন) হারিয়ে বিজয়ী হন শেলী। প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং বক্সিং ক্লাবের কোচ জুয়েল রহমান,টিম ম্যানেজার সাহিবুর রহমান। প্রতিযোগীতায় টাইম কিপিংয়ে ছিলেন বানিয়াচংয়ের আরেক বক্সার লিপি সুলতানা মনি। পরে বিজয়ীর হাতে মেডেলসহ নগদ অর্থ পুরষ্কার হিসেবে তোলে দেন প্রতিযোগীতায় আসা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিজয়ী তানজিমা সুলতানা শেলী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্ব তোপখানা মহল্লার আব্দুর শহীদ ও তাহমিনা বেগমের কন্যা। ৮ ভাই বোনের মধ্যে শেলী সবার ছোট। আগামী বিপিএল বক্সিং প্রতিযোগীতায় সে অংশ নিবে। ভবিষ্যতে সে একজন পেশাদার বক্সার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন ইউনিভার্সেল বক্সিং চ্যাম্পিয়ান শিপ সাউট এশিয়ান নকআউট পর্বের বিজয়ী তানজিমা সুলতানা শেলী।