সিলেট

ভ্যাপসা গরম আর বিদ্যুৎ বিভ্রাটে সিলেটবাসীর দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ সিলেটের বাসিন্দারা। বিগত কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় সূর্যের চোখ রাঙানিতে পুড়ছে সিলেট। খোলা আকাশের নিচে মিনিট কয়েক দাঁড়ালেই বাড়তে থাকে শরীরের তাপমাত্রা, ঝরতে থাকে ঘাম, এমতাবস্থায় সাধারন মানুষ দৈনন্দিন কাজ করতে পড়ছেন বিপাকে।

এমন অসহনীয় গরমের মধ্যে সিলেট জুড়ে দিনভর বিদ্যুতের ভেলকিবাজী জনজীবনকে করে তোলে অতিষ্ঠ। বিকালের দিকে আকাশে মেঘের ভেলা উড়তে দেখা গেলেও রাত ১০টা পর্যন্ত ঝরেনি বৃষ্টি। যদিও রাতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিলেটে সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা চলতি বছরের সেপ্টেম্বর মাসের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানান তিনি। তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হলেও গরম অনুভুত হয়েছে তার চেয়ে বেশী। তবে সুখবর হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে সিলেটে তখন কিছুটা তাপমাত্রা কমে আসবে।

Back to top button