বড়লেখায় হঠাৎ করেই বেড়েছে লোডশেডিং

আশফাক জুনেদ, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ করেই বেড়েছে লোডশেডিং। গত কয়েকদিন থেকে দিনে ও রাতে চার থেকে পাঁচ বার লোডশেডিং করা হচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে দেশে কোন লোডশেডিং থাকবে না সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে এমন খবর জানা গেলেও বড়লেখায় যেনো হঠাৎ করেই বেড়ে গেছে লোডশেডিংয়ের মাত্রা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ। জনজীবনে নেমেছে চরম ভোগান্তি । সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ডিগ্রি ফাইনাল ইয়ারের পরিক্ষার্থীরা। রাতের বেলা হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাওয়ার ফলে মোমের আলো জ্বালিয়ে পড়তে হচ্ছে তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, সেপ্টেম্বর মাসে কোন লোডশেডিং না থাকার কথা জানা গেলেও গত প্রায় এক সপ্তাহের বেশি সময় থেকে হঠাৎ করেই বড়লেখায় লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। দিন কিংবা রাত ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে এই উপজেলায়। মানা হচ্ছে না কোন সিডিউল। জেলার অন্যান্য উপজেলার তুলনায় বড়লেখায় বেশি লোডশেডিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। তাদের অভিযোগ তীব্র গরমের মধ্যে বড়লেখা পল্লী বিদ্যুৎ হুটহাট বিদ্যুৎ নিয়ে নিচ্ছে। একবার বিদ্যুৎ নিলে ঘন্টার আগে বিদ্যুৎ আসছে না। এতে দুর্বিষহ সময় পার করছেন তারা।
এ বিষয়ে আফরোজা রহমান নামের ডিগ্রি ফাইনাল ইয়ারের এক পরিক্ষার্থী বলেন, ‘আমার ডিগ্রি ফাইনাল ইয়ারের পরিক্ষা চলছে। কিন্তু বড়লেখায় কিছুদিন থেকে যে হারে লোডশেডিং করা হচ্ছে এতে আমার পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে। রাতের বেলা বিদ্যুৎ না থাকায় তীব্র গরমের মধ্যে মোমের আলোতে পড়তে হচ্ছে। ‘
নজমুল ইসলাম বাবলু নামের এক ব্যবসায়ী বলেন, ‘ জুলাই ও আগষ্ট মাসে সরকারি ভাবে ঘোষণা দিয়ে লোডশেডিং করা হয়েছে। দিনে প্রায় ১২ ঘন্টাই বিদ্যুৎ থাকতো না। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে গেলো। খবরে দেখলাম সেপ্টেম্বর মাস থেকে কোন লোডশেডিং থাকবে না। কিন্তু গত কিছুদিন থেকে ফের লোডশেডিং বেড়ে গেছে। দিন ও রাতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছেনা। তীব্র গরমে এমন লোডশেডিং মেনে নেওয়া যায়না।’
বড়লেখা পল্লী বিদ্যুৎ অফিসের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী (ডিজিএম ) সুহেল রানা চৌধুরী বলেন , ‘ বড়লেখায় গত কিছুদিন থেকে লোডশেডিং বাড়ার কারণ হলো বিদ্যুৎ এর ঘাটতি। বড়লেখায় যে পরিমাণ বিদ্যুৎ এর প্রয়োজন সে পরিমাণ বিদ্যুৎ আমাকে সরবরাহ করা হচ্ছে না। যার ফলে দিনে এবং রাতে বিদ্যুৎয়ের লোডশেডিং হচ্ছে। এছাড়া মধ্যরাত থেকে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার যে ঘোষণা ছিলো এটা শুধুমাত্র সেচ এলাকায়। যেহেতু বড়লেখায় কোন সেচ নেই তাই এই এলাকায় এই সুবিধার আওতায় নেই। ‘
বিদ্যুৎ এর সিডিউল মানা হচ্ছে কিনা এমন প্রশ্নে ডিজিএম জানান, ‘ প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় সিডিউল মানা সম্ভব হচ্ছে না।’