বিয়ানীবাজারে ৫২ টি মন্ডপে পালিত হবে এবারের দুর্গাপূজা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সনাতন ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পহেলা অক্টোবর থেকে শুরু হচ্ছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে বিয়ানীবাজার উপজেলার মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ বছর বিয়ানীবাজার উপজেলায় ৫২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। তন্মধ্যে ৩৯টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে। এসকল মন্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশ বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় গ্রহণ করেছে। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন থেকে ইতোমধ্যে রুটিন মাফিক প্রস্তুতি নেয়া হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষ্যে ইতিমধ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের পূজা পরিষদের সাথে বিয়ানীবাজার থানা পুলিশ মতবিনিময় করেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেব্যাপারে প্রশাসনের নজরদারি থাকবে।
বাংলদেশ পুঁজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী এক বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণভাবে পুঁজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন।