খেলাধুলা

বিয়ে করেছেন ক্রিকেটার শামীম, পাত্রী কে?

বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। তার স্ত্রীর নাম ইউসরা জাহান নূর।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শামীম-ইউসরার বিয়ে হয়ে গেছে বেশ কয়েক মাস আগে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুজনের কেউই। তবে বুধবারের (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে শেয়ার করা শামীমের এক ছবি থেকে এমন আভাসই পাওয়া গেছে।

ইউসরা শামীমের এক সময়ের ক্লাসমেট, ছিলেন বিকেএসপিতে। এছাড়া প্রিমিয়ার লিগেও খেলেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। এখন আইন নিয়ে পড়ছেন।

জাতীয় দলের হয়ে শামীমের অভিষেক হয়েছিল ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই নজর কেড়েছিলেন এ তারকা, আশা দেখিয়েছিলেন বাংলাদেশের ফিনিশিং সমস্যা সমাধানের। রোডেশীয়দের বিপক্ষে সেদিন ১৩ বলে ২৯ রানের জমকালো এক ইনিংস খেলেছিলেন ২২ বছর বয়সী তারকা। পরের ম্যাচে ১৫ বলে করেন ৩১ রান।

ওই সিরিজের পর শামীম খেলেছেন আরও ৮ ম্যাচ। তবে অভিষেক সিরিজের মতো নিজেকে আর মেলে ধরতে পারেননি তিনি। জাতীয় দলের জার্সিতে সবমিলিয়ে শামিম করেছেন ১২৪ রান। যার গড় ১৫.৫০ ও স্ট্রাইক রেট ১১১.৭১।

Back to top button