বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পচা মাংস বিক্রি, বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের কাচাবাজারে অবস্থিত মাংস ব্যবসায়ী কয়েছ আহমেদকে নির্বাহি ম্যাজিস্ট্রেট বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশিক নুর এই জরিমানা করেন।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন নিরাপদ খাদ্য কতৃপক্ষের কর্মকর্তারা।

জানা যায়, বিয়ানীবাজারের প্রধান কাচাবাজারে অবস্থিত মাংসের দোকানে মৃত গরুর দুর্গন্ধযুক্ত পচা মাংস বিক্রি হচ্ছে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উপস্থিত হয়ে এর প্রাথমিক সত্যতা পেয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মাংসের একটি অংশ অধিকতর তদন্তের জন্য ল্যাবে প্রেরন করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশিক নুর বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে মাংস খাওয়ার অনুপযোগী হওয়ায় তাকে জরিমানা করা হয়।

Back to top button