বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৬ জন কৃষককে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ কৃষকদের আত্মনির্ভশীল করতে এবং কৃষি কাজে উৎসাহিত করতে নানা ভাবে কাজ করছে সরকার। তারই ধারাবিহকতায় বিয়ানীবাজার উপজেলা কৃষি অফিস কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরের খরিফ ২ মৌসুমে বিয়ানীবাজার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২৬ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকালাই এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসে কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবির নেতৃত্বে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার হাসিবুল হাসান ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতি কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকালাই বীজ, ৫ কেজি এম ও পি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। কৃষকরা বীজ ও সার পেয়ে জানান অর্থনৈতিক ভাবে তারা এটি চাষের মাধ্যমে অনেক লাভবান হতে পারবেন।

উপজেলা কৃষি অফিসার জানান, কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে এবং আত্মনির্ভশীল করতে এসব প্রণোদনা প্রদান করা হয়। এ সময় সবাইকে বীজ গুলো চাষ করতে অনুরুধ জানান তিনি।

এ সময় তিনি সবাইকে বুঝিয়ে দেন কীভাবে মাশকালাই চাষ করতে হয়। যদি কেউ বীজ নিয়ে ফেলে দেন, বা বিক্রি করে দেন অথবা চাষ না করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Back to top button