বিয়ানীবাজার সংবাদ

জেলা পরিষদ নির্বাচন- বিয়ানীবাজারের ৯ প্রার্থীর ৮ জন পেয়েছেন প্রতীক

নিউজ ডেস্ক- আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। সোমবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তা সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের মধ্যে প্রতকীক বরাদ্ধ করেছেন।

পরিষদের ৮নং ওয়ার্ড বিয়ানীবাজারের ৯ সদস্য প্রার্থীর মধ্যে ৮জনকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। অনুপস্থিত থাকার কারণে প্রতীক পাননি সদস্য পদপ্রার্থী আলিম উদ্দিন সুমন।

৮নং ওয়ার্ডের ৫জন প্রার্থী তালা প্রতীক পছন্দের তালিকায় রাখলেও শেষ পর্যন্ত সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী ও ময়েজ আহমদ সরে দাড়ান। তিনজনের মধ্যে লটারি হলে আরবাব হোসেন খান লটারিতে তালা প্রতীক পেয়েছেন।

এছাড়া মোহাম্মদ খসরুল হক উঠপাখি, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ক্রিকেট ব্যাট, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন অটোরিক্সা (সিএনজি) ময়েজ আহমদ টিফিন ক্যারিয়ার, মাহমুদ আলী হাতি, নজরুল হোসেন ফ্যান এবং আলী আহমদ টিউবয়েল প্রতীক পেয়েছেন।

Back to top button