আন্তর্জাতিক

ডলারের বিপরীতে পাউন্ডের মানে রেকর্ড পতন

নিউজ ডেস্ক- মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের মান সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিবিসি জানিয়েছে, এক মার্কিন ডলার সমান শূন্য দশমিক ৯৫ পাউন্ড হয়েছে। যা ১৯৭১ সাল থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বনিম্ন।

মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের মান আরো কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

চলতি মাসের প্রথম দিন এক মার্কিন ডলারের মান ছিল ০.৮৭ পাউন্ড। গতকাল রবিবার এক মার্কিন ডলারের মান ছিল ০.৯৩ পাউন্ড।
একদিনের ব্যবধানে রেকর্ড মান কমেছে পাউন্ডের। ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান কমে যাওয়াও অব্যাহত রয়েছে। বাংলাদেশি মুদ্রার মান এক ডলারে হয়েছে ১০৫ টাকা। গতকালই এই মান এক ডলারের বিপরীতে ছিল ১০৩.৭৫ টাকা।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলার মধ্যে এবারের শীতে জ্বালানি সংকটের ঝুঁকি রয়েছে। বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে ডলারের বিপরীতে ইউরোর মানও ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

আজ এক ডলারের বিপরীতে গুনতে হচ্ছে ৮১.৪৯ রুপি। গতকাল রবিবার এক মার্কিন ডলারের মান ছিল ভারতীয় মুদ্রায় ৮১.২৬ রুপি।
সূত্র: বিবিসি

Back to top button