আন্তর্জাতিক
নাইজেরিয়ায় মসজিদে ডাকাতদের হামলা, নিহত ১৫
নিউজ ডেস্ক- নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের সময় বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে এ হামলা চালানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর ২টার দিকে হামলা চালানো হয়। আমিমু মুস্তাফা নামে এক ব্যক্তি জানান, ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে’।
জামফারা রাজ্য পুলিশের পক্ষ থেকে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সশস্ত্র ডাকাতরা গত দুই বছরে উত্তর-পশ্চিম নাইজেরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা।
সূত্র: ভয়েস অব আমেরিকা