বিয়ানীবাজার সরকারি হাসপাতালে লোকবল সংকট, ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগীরা!

জুবায়ের আহমদঃ চিকিৎসা নেওয়ার জন্য তো রোগীরা ভীড় করেন হাসপাতালে। তবে সেই চিকিৎসা নিতে প্রয়োজন ভালো পরিবেশ। বিয়ানীবাজার উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট একমাত্র সরকারি হাসপাতাল বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সরকারি এই হাসপাতালে উপজেলার কয়েক লক্ষ মানুষ চিকিৎসা নেন। অবস্থার উপর নির্ভর করে অনেককেই ভর্তি করা হয় হাসপাতালে। তবে ভর্তি হওয়ার পর নানা সমস্যায় পড়তে হয় রোগীদের। বিশেষ করে অতি গরমে বৈদ্যুতিক পাখা যখন থাকে নষ্ট কষ্টের মাত্রাটা তখন কতটা থাকে তা আর বলে বুঝানোর প্রয়োজন নেই।
হাসপাতালের পুরষ ওয়ার্ডের ৪ টি বৈদ্যুতিক পাখা ঘুরে না। দুটি নামে মাত্র ঘুরলে বাতাস পৌছায় না রোগীদের বেড পর্যন্ত। প্রসূতি বিভাগে ও একই অবস্তা। বিকল দুটি ফ্যান, বেশ কয়েকটি হোল্ডারে নেই বৈদ্যুতিক লাইট।
হাসপাতালে সুস্থ হতে এসে গরমে অসুস্থ হচ্ছেন রোগীরা। এমনই অভিযোগ তাদের। রোগীরা জানান হাসপাতালে অতিরিক্ত গরমে হাসফাস করতে হয়। সাথে নিয়ে আসতে হয় হাত পাখা। অনেক ফ্যান চললে ও বাতাস ব্যাড পর্যন্ত আসে না। তাতে বাচ্চাদের নিয়ে আসার পর আর ভোগান্তির অন্ত থাকে না।
হাসপাতালের পুরুষ ওয়ার্ড কিংবা প্রসূতি ওয়ার্ডে প্রবেশ করতে হলে নাক চাপতে হয় অনেক সময় । অভিযোগ রয়েছে প্রসূতি বিভাগে অনেক সময় দেওয়া হয় না বালিশ। কিংবা প্রসূতি বিভাগের সেবিকাদের নিয়ে ও আছে নানা অভিযোগ সেবা নিতে আসা ভুক্তভোগীদের।
প্রসূতি বিভাগে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন রোগী জানান অনেক সময় দুর্গন্ধ প্রচন্ড থাকে। ভমি আসার উপক্রম হয়। কষ্ট করে থাকতে হয়। আবার বালিশ ও দেয়া হয় না অনেক সময়।
তবে হাসপাতাল সূত্রে জানা যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে কর্মী সংকট। ডাক্তার, সেবিকা, পরিচন্নতা কর্মীসহ নানা কৌটায় কম জনবল নিয়ে কাজ করতে হচ্ছে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সকে। মাঠ পর্যায়ে রয়েছে সব থেকে বেশী কর্মী সংকট।
তবে দিনের পর দিন কেন থাকে বৈদ্যুতিক পাখা নষ্ট। কারণ হিসেবে উপজেলা শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বলছেন বৈদ্যুতিক সর্ট সার্কিট এবং হাসপাতালের দুর্বল লাইনের কথা।
তবে হাসপাতালের এই লাইনের সমস্যা দীর্ঘ দিনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী ও একই কথা বলেছেন। বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন ও বলছেন দুর্বল লাইনের কথা। তবে তথাকথিত দুর্বল লাইন সবল হবে কবে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন বলেন, শুধু দুর্বল লাইন কিংবা সর্ট সার্কিটের কারণে নয় অভার হিটের কারণে ও নষ্ট হচ্ছে ফ্যান। তার জন্য তিনি অনেকটা দায়ী করেছেন রোগীদের। তার দাবী রোগীরা কখনোই নিজ দায়িত্বে বন্ধ করেন না ফ্যান। আর তাতে অভার হিটিং হয়ে অনেক সময় নষ্ট হয় বৈদ্যুতিক পাখা।
অনেক সময় হাসপাতালে পানি থাকে না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তা জানান এই সমস্যা সমাধানে কাজ করছে হাসপাতাল কতৃপক্ষ। খুব শিঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে। এসময় তিনি বলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করার প্রচেষ্ঠা চালানো হচ্ছে। ১০০ শয্যায় উন্নিত হওয়ার পর পর এই অঞ্চলসহ আশপাশের উপজেলার মানুষের চিকিৎসার ক্ষেত্রে জীবন মান অনেকটা পরিবর্তন হয়ে উঠবে। চিকিৎসা ক্ষেত্রে ও এই অঞ্চল অনেক এগিয়ে যাবে।
উপজেলা স্বাস্থ্য এই কমপ্লেক্সে সিজার হয়, প্রসূতি বিভাগের যথেষ্ট সুনাম ও রয়েছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এই প্রসূতি বিভাগ ধারাবাহিক ভাবে কয়েক বছর থেকে পুরুষ্কার পেয়ে আসছে।