সুনামগঞ্জ

সুনামগঞ্জে যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

সংগঠনের নেতা শহিদুল ইসলাম শাওনকে হত্যা ও সারাদেশে নেতা কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জে যুবদল নেতা কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

এসময় যুবদল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে।

জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেখান থেকে শহরের আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে খামারখাল এলাকায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতা কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে খামারখাল এলাকায় সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কায়েস, জ্যেষ্ঠ সহ সভাপতি আমিনুর রশিদ আমিন, সহ সভাপতি আমানুল হক রাসেল, সহ সভাপতি সুহেল মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালাচান, অ্যাডভোকেট কামাল হোসেন, নূর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পুলিশ দিয়ে বাধা দিয়ে ঠেকানো যাবে না। রাজপথে থেকেই সকল অন্যায় নিপীড়নের জবাব দেবে যুবদল নেতা কর্মীরা।’

Back to top button