সারাদেশ

জামায়াতের দুই নেতাকে কান ধরে উঠবস করাল যুবলীগ!

নিউজ ডেস্ক- চট্টগ্রামের মিরসরাইয়ে দলের কর্মী সম্মেলন করতে গেলে স্থানীয় জামায়াতের দুই শীর্ষ নেতাকে কান ধরে উঠবস করায় যুবলীগ নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের মধ্যম মিঠানালা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন মিরসরাই থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির ও প্রশিক্ষণ সম্পাদক আবু বক্কর। তাদেরকে কান ধরে উঠবস করানোর সময় ফেসবুক লাইভ করে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।

‘জনতার মেম্বার সেলিম’ ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও করা হয়। সেলিম স্থানীয় যুবলীগ কর্মী। লাইভ ভিডিওতে জামায়াত নেতাদের হাতে কর্মী সম্মেলনের ব্যানার দেখা যায়।

মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান জামায়াত নেতাদের কান ধরানোর বিষয়টি অস্বীকার করেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মধ্যম মিঠানালা গ্রামে ১০-১২ জন অপরিচিত ব্যক্তি একত্র হলে স্থানীয়রা তাদের সন্দেহ করে। এরপর আমাদের দলের একজন কর্মী তাদের পরিচয় জানতে চায় এবং তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে জামায়াতে ইসলামীর ব্যানার, ফেস্টুন পাওয়া যায়। স্থানীয় বোর্ড অফিস বাজারে এনে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের নিয়ে যায়।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘দুই ব্যক্তিকে স্থানীয়রা সন্দেহ করে ধরে আমাদের খবর দিয়েছে। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত আপনাদের পরে জানাব।’

Back to top button