বড়লেখামৌলভীবাজার

কাপড় ব্যবসায়ী টিটুর ‘ফাইন্ড ডক্টরস’ অ্যাপে অভিজ্ঞ চিকিৎসকের তথ্য

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় তরুণ কাপড় ব্যবসায়ী টিটু কুমার দেবনাথের তৈরী ‘ফাইন্ড ডক্টরস’ অ্যাপ’র প্রতি চিকিৎসা সংশ্লিষ্টরা আগ্রহী হয়ে উঠছেন। সাধারণ মানুষ যাতে সহজে অভিজ্ঞ সব চিকিৎসক স¤পর্কে ভালোভাবে জেনে চিকিৎসা সেবা নিতে পারেন সেজন্য তিনি অ্যাপটি তৈরি করেন। অ্যাপটিতে বিএমডিসি’র রেজিষ্ট্রেশনপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ সব চিকিৎসকদের তথ্য দেওয়া আছে। মোবাইল দিয়ে প্লেস্টোরে ঢুকে সার্চ দিলেই এই অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটিতে আপাতত শুধু সিলেট বিভাগের সব চিকিৎসকদের নাম-তালিকা পাওয়া যাবে। ধারাবাহিকভাবে দেশের সব চিকিৎসকদের নামের তালিকা অ্যাপটিতে অর্ন্তভুক্ত করা হবে বলে জানিয়েছেন টিটু।

মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান টিটু কুমার দেব নাথ।

টিটু কুমার দেব নাথ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার মনোরঞ্জন দেব নাথের ছেলে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে তিনি বড়লেখা পৌরশহরের কাপড়ের ব্যবসা করছেন। টিটু কুমার দেব নাথ বলেন, দেশে অনেক ভাল এবং অভিজ্ঞ চিকিৎসক আছেন। কিন্তু এসব অভিজ্ঞ চিকিৎসক স¤পর্কে ধারণা নেই অনেক মানুষের। ফলে তারা প্রায়ই হাতুড়ে বা ভুয়া চিকিৎসকদের শরনাপন্ন হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু একটা করার তাগিদ অনুভব করি। এরপর এরকম একটি অ্যাপ তৈরির চিন্তা মাথায় আসে। যাতে সব বিএমডিসির রেজিস্টেশনপ্রাপ্ত চিকিৎসকদের তালিকা থাকবে। যাতে মানুষ সহজে অভিজ্ঞ চিকিৎসক সম্পর্কে জেনে চিকিৎসা করাতে পারেন। যাতে তারা উপকৃত হন।

তিনি বলেন, ২০২০ সালে করোনা মহামারির সময় ‘ফাইন্ড ডক্টরস’ অ্যাপটির কাজ শুরু করি। ২০২২ সালের আগস্টের মাঝামাঝি সময় অ্যাপটির কাজ শেষ হয়। এটি তৈরিতে আমার অনেক সময় লেগেছে। চলতি বছরের আগস্টের ১০ তারিখ অ্যাপটি আমি প্লেস্টোরে আপলোড করেছি। অ্যাপটি তৈরির পর আমি বিভিন্নভাবে বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারদের তালিকা সংগ্রহ করি। এ পর্যন্ত শ’ খানেক ডাক্তারদের তথ্য এটিতে যুক্ত করেছি। কেউ যদি আমার অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ঢুকেন তাহলে সেখানে বিভিন্ন ক্যাটাগরির অভিজ্ঞ ডাক্তারদের তালিকা পাবেন। এখান থেকে এসব ডাক্তারদের নাম, মোবাইল নম্বর, তিনি যে চেম্বারে বসে রোগী দেখেন তার লোকেশন, কখন রোগী দেখেন তার সময় এবং ভিজিটিং ‘ফি’ কত তা উল্লেখ আছে। অ্যাপটিতে আরও বিশেষজ্ঞ ডাক্তারদের নাম যুক্ত করার কাজ চলমান রয়েছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, টিটু কুমার দেব নাথ ‘ফাইন্ড ডক্টরস’ নামে যে অ্যাপটি তৈরি করেছেন তা চিকিৎসাসেবা গ্রহীতাদের জন্য খুবই উপকারি একটি অ্যাপ। কারণ এতে অভিজ্ঞ সব চিকিৎসকের তথ্য দেওয়া আছে। আমি তার অ্যাপের সাফল্য কামনা করি।

Back to top button