এমপিপুত্রের কাছ থেকে ব্যক্তিগত ভিডিও ভাইরাল ও প্রাননাশের হুমকি পেলেন বিয়ানীবাজারের মেয়ে নায়িকা সালওয়া

বিনোদন ডেস্কঃ ঢালিউডের নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়ার ব্যক্তিগত ভিডিও, ছবি ভাইরাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রাক্তন সংসদ সদস্যর ছেলের বিরুদ্ধে। আজ বুধবার সালওয়া তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘সিলেটের অতি স্বনামধন্য নবাব পরিবারের সন্তান প্রাক্তন সংসদ সদস্য নবাব আলি আব্বাস আলী খানের পুত্র নবাব আলি হাসিব খান আমাকে উপর্যুপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমার কোনো ক্ষতি হলে তিনি দায়ী থাকবেন।’
কিছুক্ষণ পর পোস্টটি মুছে দিলেও এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সালওয়া বলেন, ‘হুমকি আমি পাচ্ছি আমার সিনেমা মুক্তির আগে থেকে। আমাদের মধ্যে সম্পর্ক ছিল। আমি যখন সম্পর্ক রাখতে চাইনি, তখনই সে হুমকি দেয়া শুরু করেছে। তার কাছে নকি আমার বিশেষ ভিডিও ফুটেজ, স্টিল ছবি আছে। সেগুলো সে ভাইরাল করে দিবে।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে তার সঙ্গে থাকতে হবে, যদি আমি তার সঙ্গে না থাকি, তাহলে সে আমাকে মেরে ফেলবে। যেহেতু আমরা একটা সম্পর্কে ছিলাম, রিলেশনে থাকলে ব্যক্তিগত অনেক কিছুই থাকে। এখন সে আমাকে কন্টিনিউয়াস হুমকি দিয়ে যাচ্ছে যে, আমি যদি তার সঙ্গে না থাকি তাহলে সেগুলো সে পাবলিক করে দেবে এবং ভাইরাল করে দেবে।’
সালওয়া জানান, নবাব আলি হাসিব খানের সঙ্গে তার সম্পর্ক হয় বছরখানেক আগে। দুই পরিবারই অবগত ছিল তাদের প্রেম সম্পর্কে। এই সম্পর্কের ইতি ঘটে ছয়মাস আগে। তারপর থেকেই হুমকি-ধামকি চরম পর্যায়ে ওঠে বলে জানান সালওয়া। এ বিষয়ে আলি হাসিবের পরিবারকে অবগত করলেও কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি।
রাত ৯টার দিকে চিত্র নায়িকা সালওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরেকটি পোস্ট করে ঘটনাটির নিষ্পত্তি পারিবারিকভাবে হয়েছে বলে জানান। তাঁর পোষ্টটি নিম্নে দেয়া হলো
কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারনে রাগের বশবর্তী হয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সিলেটের সবাই আশা করছি ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে রাগ করে ব্যক্তিগত সম্পর্কের ঝগড়ার কথা আমার পাবলিকলি বলা ঠিক হয়নি। আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি। এটাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ রইলো।