আন্তর্জাতিকবিনোদন

সৌদি আরবে কনসার্ট, গাইবেন ভারতের পবনদীপ-অরুণিতা

নিউজ ডেস্ক- সৌদি আরবে ভারতীয় অ্যাম্বাসি ও গালফ মিডিয়ার এর আয়োজনে মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন হচ্ছে। আর এতে গাইবেন ভারতের দুই কণ্ঠশিল্পী পবনদীপ রাজন ও গায়িকা অরুণিতা কাঞ্জিলাল।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর ও সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মেমোরি অব লিজেন্ডস’ নামের এই সংগীতানুষ্ঠান রিয়াদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল বয়েজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই অনুষ্ঠান। বিনামূল্যে এই কনসার্ট উপভোগ করা যাবে। মোহম্মদ রফি, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীর গান গাইবেন পবনদীপ ও অরুণিতা। এছাড়া বলিউডের জনপ্রিয় গানও গাইবেন তারা।

ইতোমধ্যে পবনদীপ বলিউডে সংগীত পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন, অপরদিকে অরুণিতা প্রথমবারের মতো বলিউডের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

সম্প্রতি নেপাল থেকে পবনদীপ-অরুণিতার একটি দ্বৈত গান মুক্তি পেয়েছে। গানটি বেশ সাড়া ফেলেছে।

Back to top button