কমলগঞ্জে সাবরেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান
নিউজ ডেস্ক- কমলগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুদকের হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদক টিম। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসে অভিযান চালানোর কথা দুদক জানালেও কি অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে সে বিষয় পরিষ্কার করেনি দুদক।
তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তারা। তিন ঘণ্টা অভিযানকালে স্থানীয় কোনো সংবাদকর্মীকে ভেতরে ঢুকতে দেয়নি অভিযানকারী দুদক দল। এ সময় কোনো জমি রেজিস্ট্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতারা।
অভিযান শেষে কমলগঞ্জ সাবরেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ অভিযান বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কথা বলেননি দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরাও।
উল্লেখ্য, কমলগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য, ক্রেতা-বিক্রেতাদের হয়রানি, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রার করা, জমির শ্রেণি পরিবর্তন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া, দলিল লেখকদের সাথে দুর্ব্যবহারসহ অসংখ্য অভিযোগ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে।