বড়লেখা

বড়লেখায় অবৈধ উত্তোলিত বালু পরিবহনের দায় পিকআপ ভ্যান চালককে ৫০ হাজার টাকা জরিমানা।

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে বালুমহাল থেকে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মো. সেলিম উদ্দিন নামে এক পিকআপ ভ্যান চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা দেড়টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধভাবে বালুমহাল থেকে উত্তোলিত বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর মাধ্যমে পিকআপ ভ্যান চালককে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সহযোগিতা করেছে।

Back to top button