২ হ্যাটট্রিক, ৮ গোলে ‘গোল্ডেন বুট’ সাবিনার

এবার ইতিহাস গড়লো বাংলাদেশের নারী ফুটবল দল। সেই সঙ্গে ঘুচল ১৯ বছরের শিরোপা খরা। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘদিনের বিরতি। অবশেষে মেয়েদের হাত ধরে এলো সাফের শিরোপা।
২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
এদিকে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গোলের বন্যা বইয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। আজকের ফাইনালে গোল না পেলেও এর আগের চার ম্যাচে করেছেন ৮ গোল। এর মাঝে ২টি হ্যাটট্রিক। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। আজ নেপালকে ৩-১ ব্যবধানে উড়িয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনার হাতেই তুলে দেওয়া হয় গোল্ডেন বুট।
এর আগে লিগ পর্বে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেন সাবিনা। এরপর সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। ওই ম্যাচেও হ্যাটট্রিক করেন বাংলাদেশের গোলমেশিন খ্যাত সাবিনা। সাফের মঞ্চে গোলদাতার তালিকায় শীর্ষ স্থানটিও বাংলাদেশ অধিনায়কের। এখন পর্যন্ত সাফের ৬টি আসর খেলা খেলা সাবিনার এখন পর্যন্ত গোলসংখ্যা ২২টি।
এদিকে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ সোমবারের ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোলটি করেন তিন মিনিট আগে বদলি হিসেবে নামা শামসুন্নাহার জুনিয়র। পরে জোড়া গোল করে বাংলাদেশকে অধরা শিরোপার স্বাদ দেন কৃষ্ণা রানি সরকার।