বিয়ানীবাজার সংবাদ

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদারকে বিদায় জানালো বিয়ানীবাজারবাসী

নিজস্ব প্রতিবেদকঃ অশ্রুসিক্ত বিনম্র শ্রদ্ধ আর ভালোবাসায় সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান, পঞ্চখণ্ডের ভূমিপুত্র অধ্যাপক একেএম গোলাম কিবরীয়া তাপাদারকে চিরবিদায় জানালো বিয়ানীবাজারবাসী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণীপেশার শোকার্ত মানুষ। পরে বিকাল ৩টা ৩০ মিনিটের সময় উপজেলার মুড়িয়া ইউনিয়নের তার নিজ গ্রাম ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তার দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে অধ্যাপক গোলাম কিবরীয়ার মরদেহ নেওয়া হয় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে। সেখানে হাজারো মানুষ শেষবারের মতো তাকে দেখতে এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করার জন্য ভিড় করেন।

জানাজা পূর্ববর্তী সময়ে বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারন করেন শিক্ষাবিদ আলী আহমদ, বিচারপতি আবু তারিক, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক রফিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, শিক্ষক ও সাংবাদিক খালেদ সাইফুদ্দিন জাফরী, মরহুমের ভাই মিছবাহ উদ্দিন, লায়ন্স ক্লাবের বিলাল উদ্দিন, ছোটদেশ সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক তানিম আব্দুল্লাহ প্রমুখ।

জানাজায় অংশগ্রহন করেন, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুশ শুকুর, শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবাদ আহমদসহ শিক্ষক, পেশাজীবি ও বিভিন্ন শ্রেনীপেশার কয়েক হাজার মানুষ।

উল্লেখ্য, দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন অধ্যাপক একেএম গোলাম কিবরীয়া তাপাদার। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Back to top button