বিয়ানীবাজার সংবাদ

অধ্যাপক গোলাম কিবরিয়ার প্রথম জানাযা দুপুরে সরকারি কলেজে, দ্বিতীয় জানাযা বিকালে নিজ গ্রামে

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, পঞ্চখণ্ডের ভূমিপুত্র অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদারের প্রথম জানাযা দুপুর ২.১৫ মিনিটে তার একসময়ের কর্মস্থল বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে তাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে আসা হবে। পরে জানাযা নামাজ শেষে বিকাল সাড়ে ৩টায় নিজ এলাকা মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন অধ্যাপক গোলাম কিবরীয়া তাপাদার। শুক্রবার সন্ধ্যা সাড়ের ৭টার দিকে সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে তার মরদেহ নিজ বাড়ি ছোটদেশ হাজিটিলায় নিয়ে আসা হবে।

Back to top button