তমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেলে যুবক নিহত, আহত ৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোঁড়া মর্টার শেল পড়ে ইকবাল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ইকবাল ও আহতরা তুমব্রু সীমান্তের নোম্যানস ল্যান্ডের বাসিন্দা।
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮ টার দিকে হঠাৎ মর্টাল সেল আঘাত হানে। পর পর তিনটি মর্টার শেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় ইকবালসহ ছয়জন আহত হয়। তাদের উখিয়ার কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে ইকবাল মারা যান। অন্যদের সেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে আজ শুক্রবার দুপুরে একই সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হন। তুমব্রু হেডম্যান পাড়ার ৩৫নং পিলারের ৩০০ মিটার মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত অন্নথাইং তঞ্চঙ্গ্যা ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যান পাড়ার বাসিন্দা।