বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ব জ্র পাতে কৃষকের মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাঁচান চক ফেন গ্রামের পার্শ্ববর্তী মেধা হাওরে ধানক্ষেত কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আকবর আলী। তিনি চারখাই ইউনিয়নের ফেনগ্রামের মৃত আমির আলীর পুত্র (৩৫)।

স্থানীয়রা জানান, নিহত আকবর আলী সকাল ৯টার িদেক ধানক্ষেতে চারা রোপনের জন্য মেধা হাওরে যান। সকালে বৃষ্টি পাতছিল, প্রায় ১১টার দিকে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিকাল তিনটার দিকে ঘটনাস্থলের পাশ দিয়ে পঞ্চগ্রাম রাস্তায় যাতায়াত কালে পথচারীরা তাকে শোয়া অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে অবগত করেন। এলাকার লোকজন গিয়ে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে বিয়ানীবাজার থানা পুলিশের চারখাই ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

Back to top button