ওসমানীনগর থেকে আটক দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগর থেকে আটক মাদক মামলায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, মৌলভীবাজার সদর থানার সুমারাই গ্রামের আলহাজ্ব আব্দুল ওয়াগিদের পুত্র মহসিন আলী মুনসুর মেম্বার (৩৫) এবং একই থানার মুরেুপরাবাদ গ্রামের অনিক করের পুত্র দীপংকর (৩১)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ জুন দুপুর সোয়া ১ টার দিকে র্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার সাদিপুর ব্রিজের উত্তর পাশের বিশ্বরোড পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মহসিন আলী মুনসুর মেম্বার ও দীপংকরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ ১২ হাজার টাকা দামের ১ হাজার ৪০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। এ ব্যাপারে র্যাব-৯’র এসআই (নি:) মো: জুলফিকার আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২ (০২-০৬-২০১৫)।
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট এস.এম পারভীন।