সারাদেশ

ভুয়া সনদে ভোটার হতে গিয়ে আটক ১২ কিশোরী

নিউজ ডেস্ক- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদে চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম। এ কার্যক্রমের সুযোগে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এসে প্রতারণার মাধ্যমে ভোটার হতে গিয়ে আটক হয়েছে ১২ কিশোরী।

এ সময় ওই কিশোরীদের সন্দেহজনক গতিবিধি আঁচ করতে পেরে তাদের আটক করেন ইউনিয়ন পরিষদে উপস্থিত স্থানীয় লোকজন ও ইউপি পরিষদের সদস্যরা। এ সময় আরও অন্তত ২৫ জন পালিয়ে যায় বলে জানা গেছে।
গত বুধবার রাতে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, ভোটার হালনাগাদ কার্যক্রমের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কোনো সদস্য বা সিন্ডিকেটের মাধ্যমে তারা এসেছিল। আটকরা ভুয়া জন্মনিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র নিয়ে এসে শানখলা ইউনিয়ন পরিষদে ভোটার হওয়ার চেষ্টা চালায়।

অন্যান্য দিনের মতো ঘটনার দিন বিকেলেও নতুন ভোটার হতে ফরমে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আঙুলের ছাপ দিচ্ছিলেন অনেকে। এ সময় নতুন ভোটার হওয়ার ফরমে দেওয়া তথ্যে অসংগতি চোখে পড়ায় একে একে ওই ১২ কিশোরীকে আটক করা হয়। পরে জানা যায়, তারা সবাই হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, একটি চক্র প্রতারণার মাধ্যমে এই ইউনিয়নে ভুয়া জন্মনিবন্ধনসহ কাগজপত্র তৈরি করে ওই কিশোরীদের ভোটার বানাতে চেয়েছিল।

ওসি আলী আশরাফ জানান, এ বিষয়ে অভিযোগ দায়েরের পর আটকদের আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায় জানান, এভাবে প্রতারণা করে ভোটার তালিকায় নাম ওঠানোর কোনো সুযোগ নেই। যারা এমন প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং যাদের মাধ্যমে এগুলো করা হচ্ছে, উভয় পক্ষকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন অফিসের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাঁর ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button