সারাদেশ

প্রেমিকের সঙ্গে অন্য মেয়ের ঘনিষ্ঠ ছবি দেখে অভিমানে প্রেমিকার আত্মহ ত্যা

প্রেমিকের সঙ্গে অন্য মেয়ের ঘনিষ্ঠ ছবি দেখে অভিমানে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা তয়না আক্তার। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরীয়তপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুলাসার গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত তিন বছর যাবত তয়নার সঙ্গে নয়নের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হলে নয়নের সঙ্গে অন্য একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল রাতে মেসেঞ্জারে কেউ একজন নয়নের সঙ্গে আরেকটি মেয়ের ঘনিষ্ঠ কয়েকটি ছবি দেয় তয়নাকে। ছবি দেখার পর রাতেই বন্ধুদের এসএমএস দিয়ে বৃহস্পতিবার ভোরে নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। বিড়ালের ডাকের শব্দ পেয়ে ঘুম ভাঙে পরিবারের। তয়নার রুমে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে সে। পাইলট হওয়ার স্বপ্ন দেখা মেয়ের আত্মহত্যা কিছুতেই মানতে পারছেন না মা।

পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় ৷ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

তয়না আক্তার (১৮) তুলাসার গ্রামের নুরুজ্জামান ফকিরের ছোট মেয়ে। সে শরীয়তপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আর এনএস নয়ন (২২) একই গ্রামের আবুল হোসেনের ছেলে। সেও একই কলেজের বিএম প্রথম বর্ষের ছাত্র। নয়নের বিচার চেয়েছে তয়নার পরিবার।

Back to top button