সিলেট

সিলেট জেলা পরিষদ নির্বাচন, প্রার্থী হচ্ছেন না এনামুল সর্দার, বিনা প্রতিদ্বন্ধিতায় জিততে চলেছেন নাসির

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে চলেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান। তার প্রতিদ্বন্ধিতায় যাকে ভাবা হচ্ছিলো সেই এনামুল হক সর্দার শেষ মুহুর্তে এসে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।

সিলেটের একটি অনলাইন গনমাধ্যম তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করায় অনেকটাই নিশ্চিত হয়ে যায় নাসির খান সিলেট জেলা পরিষদ নির্বাচনে ওয়াকওভার পাচ্ছেন।

তবে মনোনয়পত্র সংগ্রহ করে শেষ মুহুর্তে নির্বাচন থেকে সরে দাড়ানোর ব্যাপারে কোনো কারন বা তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী- আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর। আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।

Back to top button