তুরস্কের উপকূলে নৌকাডুবিতে নিহত ৬ অভিবাসী, উদ্ধার ৭৩

লেবানন থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসী বহনকারী একটি নৌকা দক্ষিণ-পশ্চিম তুরস্কের উপকূলে ডুবে গেছে। এতে শিশুসহ ছয়জন মারা গেছেন।
নিহতদের মধ্যে একজন নারী, তিন শিশু ও দুই শিশু। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের কোস্টগার্ড। তবে তুর্কি উপকূলরক্ষীরা নিহত অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করেনি।
একটি বিবৃতিতে উপকূলরক্ষীরা জানিয়েছে, মঙ্গলবার চারটি লাইফ বোট থেকে মোট ৭৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
এছাড়া দুটি নৌকা ও একটি হেলিকপ্টার দিয়ে নিখোঁজ পাঁচজনের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া অভিবাসীদের বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, শনিবার লেবানন থেকে নৌকায় করে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল এসব অভিবাসী। কিন্তু গ্রিসের রোডস দ্বীপের উপকূলে তাদের জ্বালানি ফুরিয়ে যায়।
তুর্কি উপকূলরক্ষী বলেছেন, গ্রীক উপকূলরক্ষী অভিবাসীদের সাহায্যের আহ্বানে এগিয়ে এলেও তাদের চারটি লাইফ বোটে রেখে তুরস্কের আঞ্চলিক জলসীমার কাছে ছেড়ে দেয়। তবে গ্রীক কোস্ট গার্ড এক বিবৃতিতে ঘটনার কথা অস্বীকার করেছে।
হেলেনিক কোস্ট গার্ড একটি কথিত পুশ-ব্যাক ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করে তুর্কি উপকূলরক্ষীর ঘোষণাকে স্পষ্টভাবে অস্বীকার করেছে।
তুর্কি উপকূলরক্ষীর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছর এ পর্যন্ত ৩০ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।