বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগ, ১৮ সেপ্টেম্বর গণশুনানী

নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার জাতীয় পরিচয়পত্র সংশোধনের “ক” এবং “গ” ক্যাটাগরির আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য গণশুনানীর আয়োজন করা হয়েছে।
আগামী রবিবার (১৮ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে। গণশুনানীতে উপস্থিত থাকবেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
রবিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার নাগরিকরা প্রয়োজনীয় দলিলাদি নিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের “গ” (বিভাগ) ক্যাটাগরির আবেদনসমূহ সমাধানের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ে আবেদন কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশোধনের আবেনকারীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।