শিক্ষা

সিলেটে এসএসসি পরিক্ষা চলাকালে যা নিষিদ্ধ

নিউজ ডেস্ক- ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ২০২২ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত গণবিজ্ঞপ্তিতে এসএমপির আওতাধীন ৪৬টি পরিক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগরী পুলিশ অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়, এই আদেশ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

এছাড়াও, এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, আসন্ন ২০২২ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগীতা একান্তভাবে কামনা করা হয়েছে।

Back to top button