কুলাউড়া

পুলিশকে ধাওয়া বিএনপির, থানায় হামলার চেষ্টা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে জটলা করতে নিষেধ করায় বিএনপির কর্মীরা রেল পুলিশের সদস্যদের ধাওয়া দিয়ে রেল থানায় হামলার চেষ্টা চালিয়েছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় এক গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হয়েছেন। বুধবার বিকেলে কুলাউড়া স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুম, খুন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার বিকেল চারটার দিকে পৌর শহরের উছলাপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কুলাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপির কিছু কর্মী স্টেশনের ভেতরে ঢুকে পরলে রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) কয়েকজন সদস্য তাদের বাইরে চলে যেতে বলেন। একপর্যায়ে বিএনপির কর্মীরা তাদের ধাওয়া দিয়ে থানার ভেতর নিয়ে যান। এসময় থানায় হামলার চেষ্টা চালান তারা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পুলিশকে ধাওয়া দেওয়ার সময় দৈনিক আনন্দবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। এসময় বিএনপির দু-তিনজন কর্মী গিয়ে তাকে থাপ্পড় দেন এবং লাঞ্চিত করেন।

উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল শেষ করে সমাবেশে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় সেখানে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। আহত গণমাধ্যমকর্মীর চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম মুঠোফোনে বলেন, বিকেলে বিএনপির কিছু কর্মী কুলাউড়া রেলস্টেশনে ঢুকে জটলা সৃষ্টি করেন। এ সময় ট্রেন আসতে থাকায় রেল পুলিশের সদস্যরা নিরাপত্তার স্বার্থে তাদের স্টেশনের বাইরে চলে যেতে বলেন। এ নিয়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button