দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা, চমক নিয়ে আসছেন নান্নু

অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা হবে আজ। দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করবেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এরপরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে হাজির হবেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।
দলে কিছু খেলোয়াড়ের জায়গা চূড়ান্ত। আবার কারও কারও অবস্থান নিয়ে আলোচনা, বিতর্ক রয়েছে। ইনজুরির চিন্তাও আছে। শেষপর্যন্ত ১৫ সদস্যের দলে কারা সুযোগ পাচ্ছেন, সেটি দুপুরেই জানা যাবে।
অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজের জায়গা নিশ্চিত। দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদও দলে টিকে যাওয়ার কথা।
ওপেনিংয়ে লিটনের সঙ্গী নির্বাচন নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। পারভেজ হোসেন ইমন বাদ পড়ছেন। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত’র বিষয়টি আলোচনায় রয়েছে। তাদের একজন দলে থাকতে পারেন। যদি দুজনই বাদ পড়েন তবে ওপেনিংয়ে লিটনের সঙ্গে মিরাজ, সাব্বির সঙ্গী হবেন।
মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। গতকালও বিসিবি সভাপতি নির্বাচক, কোচ, টিম ডিরেক্টরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। মাহমুদউল্লাহর সঙ্গেও নির্বাচকরা আলোচনা করবেন। তারপর তার জায়গা ঠিক হবে। আর তিনি থাকলে শেখ মেহেদীর জায়গাটা নড়বড়ে হয়ে যেতে পারে। কারণ অফস্পিনিং অলরাউন্ডার মিরাজকে ওপেনিংয়ের বিবেচনায় আগেই রাখা হয়েছে। তাছাড়া মোসাদ্দেকও স্পিন করতে পারেন। তখন মাহমুদউল্লাহর কারণে মেহেদীকে ছেঁটে ফেলতে হতে পারে।
মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির জায়গা নিয়েও টানাটানি পড়ে যাবে মাহমুদউল্লাহ থাকলে। শেষপর্যন্ত কার ভাগ্য খুলবে, সেটাই দেখার বিষয়।
সাইফউদ্দিনের ম্যাচ ফিটনেস নিয়ে দুশ্চিন্তা কাটেনি। ইনজুরি কাটলেও বোলিংয়ে ছন্দে নেই তার। পেস বোলিং অলরাউন্ডার হলেও দায়িত্বটা তিনি কতটা পালন করতে পারবেন, তা নিয়ে সন্দেহ আছে। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেস বোলিং অলরাউন্ডারও আবশ্যক। এক্ষেত্রে মৃত্যুঞ্জয় চৌধুরী হতে পারেন ভালো বিকল্প। শ্রীরামের ক্যাম্পে তাকে ডাকা হয়েছিল। মৃত্যুঞ্জয় সুযোগ পেলে সেটি হবে বিশ্বকাপ দলের বড় চমক।
পেস বোলিংয়ে মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে এবাদত হোসেন ও শরীফুল ইসলাম রয়েছেন। শেষের দুইজনের মধ্যে কে চূড়ান্ত দলে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এশিয়া কাপে ছিলেন না পড়তি ফর্মের শরীফুল। আবার সেখানেই অভিষেক হওয়া এবাদত অম্ল-মধুর অভিজ্ঞতার মুখে পড়েছেন।
সব মিলিয়ে আজ দুপুরে শেরেবাংলায় মিনহাজুল আবেদীন নান্নুর সংবাদ সম্মেলনেই নিবদ্ধ সবার চোখ।