সিলেট

সিলেটে মুক্তিযোদ্ধা শশুরের দাড়ি টেনে ছিঁড়ে ফেললেন মেয়ের জামাই!

টাইমস ডেস্কঃ এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শশুরকে পেটানোর পর তার মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছেন মেয়ের জামাই। এমন অভিযোগ করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলী (৯২)। গেল বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল ০৮ টায় উপজেলার বিজয় পাড়ুয়া হাওর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দাবি করে আসছেন তারই মেয়ে জামাই আব্দুস সুবাহান (৬৫)। বৃদ্ধ এ মুক্তিযোদ্ধার‌ জীবিকা নির্বাহের কোনো‌ মাধ্যম না থাকায় সম্মানী ভাতা দিয়ে চলে তার সংসার। এ ভাতাতেই চলে সংসার খরচের পাশাপাশি চিকিৎসা খরচও। এই ভাতা থেকে বিভিন্ন সময় মেটাতে হয় তার মেয়ে জামাই আব্দুস সুবাহানের আর্থিক দাবি। আর সেই দাবী পূরণ করতে না পারলে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় মেয়ের জামাই ও নাতিরা।

ঘটনার দিন সকালে শুক্কুর আলী তার ভাতা উত্তোলনের জন্যে উপজেলা সদরে যাওয়ার জন্যে রওয়ানা হয়েছিলেন। বাড়ির পাশের রাস্তায় উৎপেতে থাকা জামাতা সুবাহানসহ ৮-১০ জন ব্যক্তি শুক্কুর আলীকে টাকা দেওয়ার জন্যে চাপ সৃষ্টি করেন। দুই পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে শুক্কুর আলীকে মারধর করেন সুবাহান ও অন্যান্যরা। এক পর্যায়ে শুক্কুর আলীর দাড়ি ধরে টানতে শুরু করেন আব্দুস সুবাহান। এক পর্যায়ে দাড়ি টেনে ছিড়ে ফেলেন। তাদের মারধরে গুরুতর আহত অবস্থায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শুক্কুর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করানো হয়।

চিকিৎসা শেষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে তার মেয়ের জামাই মারধর করেছেন‌ বলে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার অভিযোগের বিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত করছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Back to top button