বিয়ানীবাজারে পরিবহন ধর্মঘটের প্রভাব, বিপাকে দূর থেকে আসা সাধারণ শিক্ষার্থীরা!

সিনিয়র প্রতিবেদক: সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে বিয়ানীবাজার উপজেলার কয়েক হাজার শিক্ষার্থী। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজ সহ স্থানীয় সুনামধন্য বিদ্যাপীঠ গুলোতে জ্ঞান অর্জনের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে আসেন শিক্ষার্থীরা আর সেই জ্ঞান অর্জনে তাদের এক মাত্র ভরসা যানবাহন। আর সেই অবরোধের ফলেই বিপাকে পড়েছেন এ সব সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ও অসুস্থ রোগীরা পড়েছেন মহা সংকটে।
সরেজমিনে মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায় যানচলাচল না করার ফলে দূর থেকে আসা অনেক শিক্ষার্থী বাড়ি ফেরা জন্য অপেক্ষা করছেন যানবাহনের কিন্তু যানবাহন না চলার ফলে অনেকেই অটোরিকশা ভাড়া করে বাড়তি অর্থ দিয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাড়িতে। এ ছাড়াও সাধারণ মানুষের অভিযোগ রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোরে গাড়ি আটকিয়ে হয়রানি করা হচ্ছে।
ফাতেমা বেগম নামের এক শিক্ষার্থী বলেন, সিএনজি করে বাড়িতে গেলে অনেক কম টাকায় যাওয়া যায় সাথে সময় বাচে কিন্তু ধর্মঘট থাকার কারনে আমাদের রিকশায় যাতায়াত করতে হচ্ছে। তবে দুঃখের বিষয় রিকশা চলাচলেও বাধা প্রদান করা হচ্ছে আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।