প্রবাস

ইতালীতে পাসপোর্টের দাবীতে প্রবাসীদের মানবন্ধন

ইতালী প্রতিনিধিঃ ইতালির রোমে পাসপোর্ট সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে দেশটিতে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশি।

বাংলাদেশ থেকে আনা জন্মসনদে উল্লেখিত বয়স দিয়ে নতুন পাসপোর্ট দেওয়ার দাবিতে সোমবার বিকালে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে এ কর্মসূচি করেন তারা।

এসময় প্রবাসীরা তাদের পুরনো পাসপোর্টের বয়স সংশোধনের জন্য দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান।

জানা গেছে, এদের মধ্যে বেশিরভাগ প্রবাসী গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধপথে ইতালিতে প্রবেশ করেছেন। পরে বিভিন্ন কারণে বয়স কমিয়ে বৈধতার আবেদন করেন তারা। তবে বর্তমানে বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না তারা।

তবে এ বিষয়ে দূতাবাস বলছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোন ধরনের বয়স সংশোধন আবেদন গ্রহন করবেন না তারা।

অভিবাসী বিষয়ে অভিজ্ঞরা জানান, যেহেতু ইউরোপে ১৮ বছরের নিচে অভিবাসীদের বৈধ হবার প্রক্রিয়া সহজ, তাই কিছু প্রবাসী বাংলাদেশি এ সুযোগটা পেতে ইতালিতে এসে নিজেদের পাসপোর্ট ফেলে দিয়ে পরে বয়স কমিয়ে এখানে থাকার আবেদন করেছেন। তবে বৈধতার কাগজ হাতে পেতে যেহেতু নিজ দেশের পাসপোর্ট প্রয়োজন তাই পাসপোর্টের বয়স সংশোধনের জন্য আন্দোলন করছেন।

Back to top button