বিয়ানীবাজার সংবাদ

সময়ের সাথে সাথে বিয়ানীবাজারে শ্রমিকদের ধর্মঘট কিছুটা শিথিল, রিক্সার ভাড়া দ্বিগুন!

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সিলেট জেলায় ৫ দফা দাবীতে কর্মবিরতি ডেকে পিকেটিং করে বিভিন্ন যান চলাচলে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাদ যায়নি রিক্সা ও পরীক্ষার্থীদের গাড়িও, এনিয়ে সাধারন মানুষ ছিলেন চরম ভোগান্তিতে।

রিক্সা কি কর্মবিরতির মধ্যে এব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি শ্রমিকরা।

তবে সময়ের সাথে সাথে বড় যানবাহন বন্ধ থাকলেও ব্যাটারিচালিত অটোরিক্সা ও টমটম চলছে স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে চললেও টমটম রিক্সা ভাড়া হাকাচ্ছে প্রায় দ্বিগুন তাই প্রায় বাধ্য হয়েই যাত্রীরা গন্তব্যে পৌছতে দ্বিগুন ভাড়া দিয়েই যাচ্ছেন।

কুড়ারবাজার বৈরাগীরা আব্দুল্লাহপুর পয়েন্ট থেকে প্রায় দ্বিগুন ভাড়া দিয়ে দুপুরে বিয়ানীবাজার এসেছেন আমজাদ। তিনি জানান, প্রয়োজনের তুলনায় রিক্সাও কম। তিনি এসময় সুযোগে রিক্সা ভাড়া বাড়ানোয় চালকদের ভৎসনা দেন।

শ্রমিকদের পাঁচদফা দাবি হলো:

#. ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ, মহানগর পুলিশ কমিশনার, পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে প্রত্যাহার;

# গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে করা, সিলেট শ্রম আদালতে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি বন্ধ এবং আদালত থেকে শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার;

# হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বন্ধ পাথর কোয়ারি খুলে দিতে হবে;

# সিলেটের সব ভাঙা সড়ক সংস্কার;

এবং

#সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ করতে হবে। অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা, ডাম্পিং করা গাড়ি এবং অন্য জেলা থেকে আগত গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

তার অভিযোগ- দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও আশ্বাসের মধ্যেই তাদের বার বার আটকে রাখছে প্রশাসন। একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।

আজকের মধ্যে দাবি পুরন নক হলে কাল থেকে সারা বিভাগে যান চলাচল বন্ধ থাকবে জানিয়েসিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন সোমবার সন্ধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য ৫টি দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের সঙ্গে নানা টালবাহানা করা হচ্ছে। আমাদের একটি দাবিও আজ পর্যন্ত মানা হয়নি।

তিনি বলেন, ৮ সেপ্টেম্বর আমরা এই দাবিগুলো জানিয়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন করেছি এবং গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সকল সেক্টরেও প্রেরণ করা হয়েছে। কিন্তু এরপরও আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা এ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

Back to top button